শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৫

সহপাঠীকে স্মরণে জবিতে মোমবাতি প্রজ্জ্বলন 

মাহির আমির জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১  

গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।

নিহত সাবরিনার সহপাঠীরা বলেন, গত শনিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবরিনা আক্তার মিতু নিহত হন। নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার রামপুরা এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করে। এ সময় অন্যান্য শিক্ষা বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ নাফি বলেন, আমরা আমাদের প্রিয় সহপাঠী কে স্মরণ করার জন্যই মূলত মোমবাতি প্রজ্জ্বলন করেছি। এ হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ সাজার দাবি আমাদের সকলের। 

সাবরিনার আরেক সহপাঠী নাবিউল হাসান বলেন, বিচার পেতে আইনি প্রক্রিয়ার ব্যয় ভার বহন করার জন্য আমরা বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো। পাশাপাশি তার পরিবার কে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর